জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির অনুমতি রাষ্ট্রপতির। চলবে অভিযানঃ সেনা প্রধান

কেন্দ্রের সুপারিশ মেনে বুধবার জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসনের অনুমতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে এখন থেকে যতদিন না জম্মু-কাশ্মীরে নতুন সরকার গঠন হচ্ছে, রাজ্যের শাসনভার সামলাবেন রাজ্যপাল এনএন ভোরা। রাষ্ট্রপতির সম্মতির পরই এদিন দুপুরে রাজ্যের উচ্চপদস্থ সরকারি এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল ভোরা।

অন্যদিকে, এদিনই দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত স্পষ্ট ভাষায় জানিয়েছেন জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান চলবে। সেনা প্রধান বুধবার বলেন, ‘রমজান মাস উপলক্ষ্যে একমাস সেনা অভিযান বন্ধ রাখার ফল সবাই দেখেছে। তাই এখন সেনা অভিযান বন্ধ রাখার কোনও প্রশ্ন নেই। অভিযান যেমন চলছিল তেমনই চলবে। রাজ্যপালের শাসনে সেনা অভিযান প্রভাবিত হবে না।’ সেনা অভিযান বন্ধে তাঁদের উপর কোনও রাজনৈতিক চাপ নেই বলেও সেনা প্রধান জানিয়েছেন। মঙ্গলবারও সেনা অভিযানে পুলওয়ামায় দুই জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। জঙ্গি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।

বুধবার, পুঞ্চে গিয়ে গত ১৪ জুন দুষ্কৃতীদের গুলিতে নিহত সেনা জওয়ান আওরঙ্গজেবের পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।

Leave A Reply

Your email address will not be published.