বাজেটে বঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন বুধবার। বাজেটে গরীবদের ওপর নজর দেওয়া হয়েছে। বঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাজেট পেশের পর মোদী জানান, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঐতিহাসিক বাজেট পেশ করেছেন। তিনি বলেন, নির্মলা জি ও তাঁর টিমকে অনেক শুভেচ্ছা।

মোদীর কথায়,  বাজেটে গরীবদের ওপর নজর দেওয়ার পাশাপাশি মধ্যবিত্তদের মনোস্কামনা পূরণ করা হয়েছে।  গ্রাম ও গরীব কৃষকদের দিকে নজর দেওয়া হয়েছে। নতুন বাজেটে নতুন সংকল্প নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, শহর থেকে গ্রামে মহিলাদের জন্য টাকা জমানোর জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে। মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পের মাধ্যমে সেই কাজ করা হবে। উল্লেখ্য, বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, এক নতুন স্কিম আনা হচ্ছে মহিলাদের জন্য। এই স্কিমে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। যার সুদের হার ৭.৫ শতাংশ। ‘মহিলা সম্মানপত্র’ নামে এই স্কিমে যে-সব মহিলাদের আয় বেশি নয় তাঁরাও সঞ্চয়ে উদ্যোগী হবেন। এদিন মোদী আরও বলেন, ডিজিটালকে কৃষিক্ষেত্রের সঙ্গে এক করে দেওয়া হবে। যার ফলে লাভবান হবেন কৃষকরা।

 

Comments are closed.