মমতার সফরের মাঝেই গোয়ায় রাহুল গান্ধী, কথা বললেন মৎসজীবীদের সঙ্গে 

এবার গোয়া নিয়ে নড়েচড়ে বসল হাত শিবির। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সফর চলাকালীন শনিবার গোয়া গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সফরের প্রথম দিন গোয়ার মৎসজীবীদের সঙ্গে কথা বলেন তিনি। 

২০২২ গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগেই গোয়ায় ঘর গোছাতে চাইছে কংগ্রেস। রাহুলের এদিনের গোয়া সফর সেই উদ্দ্যেশেই বলে অনেকে মনে করেছেন। বিশেষ করে সৈকত শহরে পা রাখার পরেই হাত শিবিরে ভাঙন ধরিয়েছে তৃণমূল। মমতার গোয়া সফরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন নাফিসা আলী। এছাড়াও কয়েকদিন আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগ দিয়েছেন। এই আবহে গোয়া সফরে দলীয় নেতৃত্বকে রাহুল গান্ধী কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

২০১৭ নির্বাচনে ৪০ আসনের গোয়া বিধানসভায় ১৭ টি আসন জিতেছিল হাত শিবির। ১৩ টি আসন পেয়েছিল বিজেপি। যদিও রাজনৈতিক পালাবদলের জেরে গোয়ায় সরকার গড়ে বিজেপি। আর তারপর থেকেই একে একে কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে গিয়ে যোগ দেন। ২০২২ নির্বাচনে গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক করা হয়েছে পি চিদাম্বরমকে। আর মমতার সফর চলাকালীন রাহুল গান্ধীর সৈকত শহরে সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ, বিশেষত যখন গোয়া সফরে গিয়ে কংগ্রেসকে ধারাবাহিকভাবে আক্রমণ শানিয়েছেন তিনি। 

Comments are closed.