রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন

রাজ্যসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শুক্রবার অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।

বৃহস্পতিবার রাজ্যসভায় পেগাসাস নিয়ে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। সেইসময় তাঁর হাত থেকে ভাষণের কাগজ ছিনিয়ে নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সেই কাগজ ছিঁড়ে তিনি ছুড়ে দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের সিটের দিকে। এই ঘটনার পর বিরোধিরা সরব হন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন দেখা করেন বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে।

অন্যদিকে শান্তুনু সেনকে সাসপেন্ড করার পর মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, কাগজ ছেঁড়ার ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী শান্তনুর দিকে তেড়ে গিয়ে অশালীন কথা বলেছিলেন। তিনি হরদীপ সিংহকেও সাসপেন্ডের দাবি করেন।

Comments are closed.