শক্তিক্ষয় অশনির, দুর্যোগের জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান

শক্তিক্ষয় হয়েছে ঘূর্ণিঝড় অশনির। কিন্তু ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়। দুর্যোগের জেরে চেন্নাই বিমানবন্দরে হায়দরাবাদ, বিশাখাপত্তনম, জয়পুর, মুম্বই থেকে আসা ১০টি বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে বিশাখাপত্তনমেও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার পুরী, জগৎসিংহপুর, কটক, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওড়িশার খুরদা, গঞ্জাম, পুরী, কটক, ভদ্রকে অশনির জন্য উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

২০১৯ সালে সাইক্লোন ফণীর জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল জগন্নাথ মন্দিরে। তাই ঘূর্ণিঝড় অশনির জন্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দির ও কোনারক মন্দিরে।

Comments are closed.