রঞ্জন গগৈকে যৌন হেনস্থার মামলায় রেহাই দেওয়া এস এ বোবদেই হলেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি

যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত রঞ্জন গগৈকে ক্লিনচিট দিয়েছিলেন যিনি, সেই এস এ বোবদেই হলেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি। মঙ্গলবার দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বোবদের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিনিয়রিটির ভিত্তিতে তাঁকে প্রধান বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের বিচারপতি বোবদেকে পরবর্তী প্রধান বিচারপতি করার জন্য দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি লিখেছিলেন স্বয়ং রঞ্জন গগৈ
১৮ ই নভেম্বর সুপ্রিম কোর্টের ৪৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বোবদে। সেদিনই অবসর গ্রহণ করবেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
১৯৫৬ সালে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম শরদ অরবিন্দ বোবদের। আইনজীবী পরিবারে জন্ম হওয়ায় স্বাভাবিকভাবেই আইন চর্চার উৎসাহ তৈরি হয় একেবারে শুরু থেকেই।
২১ বছর বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। আদর্শ হাউজিং কেলেঙ্কারি কিংবা লাভাসা সিটি মামলায় বিচারপতি হিসেবে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ২০০০ সালে বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ শুরু করেন তিনি।
২০১২ সালে মধ্য প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০১৩ সালে তাঁকে নিয়ে আসা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন বিচারপতি বোবদে। অযোধ্যা জমি বিবাদ মামলার বিচারপতিদের প্যানেলেও তিনি আছেন।
২০১৮ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ৪ সিনিয়র বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে নানা অভিযোগে সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় প্রধান বিচারপতির সঙ্গে সিনিয়র বিচারপতিদের দুরত্ব মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বিচারপতি বোবদে।
১৮ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নেওয়ার পর ১৭ মাস এই পদেই থাকবেন বিচারপতি বোবদে। ২০২১ সালের এপ্রিল মাসে তিনি অবসর গ্রহণ করবেন।

 

Comments are closed.