ত্রিপুরার ৮২০ টি স্কুল বেসরকারিকরণের পথে সে রাজ্যের বিজেপি সরকার, সমালোচনা সিপিএমের

ত্রিপুরার ৮২০ টি স্কুলকে বেসরকারি সংস্থা বা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের বিজেপি সরকার। রবিবার আগরতলায় এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্যের স্কুলের এই বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল সিপিএম। পাশাপাশি, দেশের উপজাতি মানুষের সংখ্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেব নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক।
দেশের ১০ কোটি উপজাতি মানুষের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলেই বাস করেন ৯ কোটি মানুষ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই বেফাঁস মন্তব্যে হাসির রোল উঠল নানা মহলে।
রবিবার আগরতলার প্রজ্ঞাভবনে ভারতে জনজাতি শিক্ষা ও সমস্যা নিয়ে একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, দেশের উপজাতির অংশের বিশাল অংশ এখনও শিক্ষায় পিছিয়ে। এজন্য ব্রিটিশ শাসনকে দায়ী করার পরেই ত্রিপুরার বিগত বাম সরকারেরও তীব্র সমালোচনা করেন বিপ্লব দেব। তাঁর দাবি, দেশের ১০ কোটি উপজাতি মানুষের মধ্যে উত্তর-পূর্বেই বাস করেন ৯ কোটি মানুষ। ত্রিপুরায় এই উপজাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কোনও চেষ্টাই করেনি বিগত বাম সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রীর। কিন্তু গোটা উত্তর-পূর্বাঞ্চলের জনসংখ্যা যেখানে ৫ কোটির নীচে, তখন মুখ্যমন্ত্রী এমন তথ্য কোথায় পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী থেকে সাধারণ মানুষের একাংশ। বিরোধীদের কটাক্ষ, ফের নিজের অজ্ঞতাই প্রকট করে ফেললেন বিপ্লব দেব। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, উত্তর পূর্বাঞ্চলের মোট জনসংখ্যা ৪ কোটি ৫৪ লক্ষ ৮৬ হাজার ৭৮৪ জন।
অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,বাম আমলে শিক্ষার কোনও উন্নতি হয়নি। কেবল বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেই দায়িত্ব শেষ করেছে পূর্বতন বাম সরকার। শিক্ষার পরিকাঠামোর উন্নতির জন্যই ত্রিপুরার ৮২০ টি স্কুলকে বেসরকারিকরণ করা হবে বলে উল্লেখ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এর আগে কখনও মহাভারতের যুগে ইন্টারনেট ব্যবহারের তত্ত্ব বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নোবেল’ ফিরিয়ে দেওয়া, এমন বহু বিষয়ে মন্তব্য করেছেন বিপ্লব দেব। এবার উপজাতি নিয়ে তাঁর নতুন তথ্য প্রদানের পর হাসির রোল উঠেছে নানা মহলে।

Comments are closed.