মমতার সুস্থতা কামনায় একজোট দেশ, সাড়া নেই মোদী শাহের  

বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে বিঁধেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব

 নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে মমতার আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনীতিক সহ ট্যুইট তাবড় সাংবাদিকদের।   

বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে বিঁধেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

তিনি বলেন মমতার উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সঙ্গে বলেন রাজ্যের পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচন কমিশনকে পরিচালনা করে বিজেপি। তেজস্বীর পাশাপাশি অখিলেশ যাদবও মমতার সুস্থতা প্রার্থনা করে ট্যুইটে করেছেন। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতার সুস্থতা চেয়ে ট্যুইট করেছেন। 

 রাজনীতিকদের পাশাপাশি সাংবাদিক রাজদীপ সারদেশাই, আইনজীবী প্রশান্ত ভূষণও ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেন। 

প্রশান্ত ট্যুইটে লেখেন বিজেপি মমতার অভিযোগকে নাটক বলছে। দেখা যাক পশ্চিবঙ্গের ভোটাররা কী মনে করছেন।

 সাংবাদিক বারখা দত্ত তৃণমূল নেত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করে ট্যুইট করেন। 

বুধবারের সন্ধ্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মমতার সুস্থতা কামনা করে তিনি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন।

সিপিআইএমএলের নেতা দীপঙ্কর ভট্টাচার্য এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেছেন।  তিনি লেখেন, নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরেই এই ধরনের ঘটনা দুৰ্ভাগ্যজনক। 

মমতার আহত হওয়ার খবরে তিনি বিচলিত, বলে ট্যুইটে জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী।   

Comments are closed.