কালী পুজোয় বাজি ফাটানো যাবে রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে, জানাল সুপ্রিম কোর্ট

কালী পুজোয় বাজি ফাটানোয় পুরোপুরি নিষেধাজ্ঞা নয়, তবে তা ফাটানোর ওপর কড়া নিয়ন্ত্রণ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কালী পুজোয় রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। বড়দিনে এবং নববর্ষে তা ফাটানো যাবে রাত ১১ টা ৫৫ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত।
তীব্র দূষণের জন্য যে কোনও ধরনের বাজির ওপর পাকাপাকি নিষেধাজ্ঞা জারি করার জন্য মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারসাম্য রেখে শব্দবাজি ব্যবহার নিয়ে রায় দেওয়া হয়েছে। তবে কম দূষণ ছড়ায় এমন বাজি ব্যবহার করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাজি ফাটাতে হবে। অনলাইনে বাজি বিক্রি করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

Comments are closed.