গো-রক্ষা নিয়ে হিংসা রুখতে সংসদের কাছে কঠোর আইন প্রণয়নের সুপারিশ সুপ্রিম কোর্টের

গো-রক্ষার নামে দেশ জুড়ে যে তাণ্ডব চলছে, সাধারণ জনগণ যেভাবে আইন হাতে তুলে নিয়ে গণ-প্রহারের মতো ঘটনায় শামিল হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট । এই ধরনের প্রবণতা ও হিংসাত্মক ঘটনা আটকাতে কোনও শক্তিশালী আইন প্রণয়ণ করা যায় কিনা সংসদকে তা ভেবে দেখতে মঙ্গলবার অনুরোধ করেছে শীর্ষ আদালত। এই দিন মামলা চলাকালীন দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, গো-রক্ষার নামে হিংসার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার দেশের কোনও নাগরিকের নেই। এ ধরনের হিংসা এবং নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যগুলির।’ সোশ্যাল অ্যাক্টিভিস্ট তেহসিন পুনাওয়ালা এবং তুষার গান্ধীর করা আবেদনের প্রেক্ষিতে এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি ২৮ অগাস্ট।

Leave A Reply

Your email address will not be published.