দেশের দীর্ঘতম-ভারী মালবাহী গাড়ি ‘সুপার বাসুকি’, ২৯৫ টি ওয়াগন সহ ট্রেনের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার

দীর্ঘতম মালগাড়ি চালিয়ে রেকর্ড গড়ল দক্ষিণ-পূর্ব-মধ্য রেল। মালবাহী ট্রেন ‘সুপার বাসুকি’ রেকর্ড পরিমাণ কয়লা সরবরাহ করছে। ট্রেনের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। ট্রেনে ২৭ হাজার টন কয়লা সরবরাহ হচ্ছে।

রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সুপার বাসুকি ট্রেন যে পরিমাণ কয়লা সরবরাহ করছে তা দিয়ে একদিনে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। রেলের পক্ষ থেকে আরও জানা গিয়েছে, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে দেশজুড়ে আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ২৯৫ টি ওয়াগন নিয়ে ১৫ অগাস্ট এই ট্রেন চালানো হয়। রেলের বিলাসপুর ডিভিশনের কোরবা থেকে নাগপুর ডিভিশনের রাজনন্দগাঁও পর্যন্ত কয়লা পরিবহণ করেছে সুপার বাসুকি। ভারতীয় রেলওয়ের মতে, সুপার বাসুকিই সবচেয়ে দীর্ঘ এবং ভারী মালবাহী ট্রেন। ট্রেনটি একটি স্টেশন পার হতে প্রায় চার মিনিট সময় নেয়। প্রথম পরীক্ষাতেই রেলের বিলাসপুর ডিভিশনের কোরবা থেকে নাগপুর ডিভিশনের রাজনন্দগাঁও পর্যন্ত ১১ ঘণ্টা ২০ মিনিটে পণ্যবাহী ট্রেনটি পাড়ি দিয়েছে মোট ২৬৭ কিলোমিটার পথ। কোঠারি রোড স্টেশনের ওপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ভিডিও টুইটারে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

জানা গিয়েছে, রেলওয়ে এই ধরনের আরো ট্রেন ব্যবহার করার পরিকল্পনা করেছে রেল। দেশে বেশকিছু জায়গায় কয়লার ঘাটতি দেখা দিয়েছে। ফলে শোনা গিয়েছিল, দীর্ঘক্ষণ বিদ্যুতহীন হয়ে যেতে পারে কয়েকটি রাজ্য। এই সময় পাওয়ার স্টেশনগুলির জ্বালানীর ঘাটতি মেটাতে কয়লা পরিবহনের জন্য এই ট্রেন চালানো রেলের ভালো উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

Comments are closed.