শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলকে হেনস্থার অভিযোগ অসম পুলিশের বিরুদ্ধে

অসমে গিয়ে তৃণমূলের প্রতিনিধিদের পুলিশের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ উঠল। নাগরিকপঞ্জি নিয়ে অসমের পরিস্থিতি খতিয়ে বৃহস্পতিবার শিলচরে যান তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল। দুপুর ২ টো নাগাদ শিলচর বিমানবন্দরে পা রাখার পরেই তাঁদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিমানবন্দর চত্বরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য নাগরিকপঞ্জি নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে ৮ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলে রয়েছেন ৬ জন সাংসদ এবং ২ জন বিধায়ক। তৃণমূলের প্রতিনিধি দলের সফরের আগেই জারি করা হয় ১৪৪ ধারা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দর চত্বর। সংবাদসংস্থা সূত্রে খবর, তৃণমূলের এই প্রতিনিধি দলকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন অসমের প্রশাসনিক আধিকারিকরা। ফিরতি উড়ানে তাঁদের কলকাতা ফেরানো হবে সূত্র মারফত জানা যাচ্ছে। ওই প্রতিনিধিদলে রয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, অর্পিতা ঘোষ,মমতা বালা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদদের ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

Leave A Reply

Your email address will not be published.