আধার-প্যান কার্ড যোগের শেষ দিন আজ, ১ হাজার টাকা জরিমানা

আধার-প্যানের যোগ না করলে জরিমানা দিতে হতে পারে ১ হাজার টাকা

৩১ মার্চ, বুধবার শেষ হচ্ছে আধার নম্বরের সঙ্গে প্যান কার্ড সংযোগের সময়সীমা। আধার-প্যানের যোগ না করলে জরিমানা দিতে হতে পারে ১ হাজার টাকা। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে আর্থিক পরিষেবা।
১৯৬১ সালের Income Tax Act অনুযায়ী, সরকার প্রদত্ত সময়সীমার মধ্যে প্যানের সঙ্গে আধারের নম্বর যোগ করতে হবে। তা না হলে বাতিল হবে প্যান কার্ড।
অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মের জন্য ১ এপ্রিল থেকে অটো ও রেকারিং পেমেন্ট পরিষেবা রদবদল হবে। RBI নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৫ হাজার টাকা বেশি অনলাইন লেনদেনের সময় অতিরিক্ত ওটিপি দিতে হবে। ২০১৯ এর আগস্টে জারি করা RBI এর নির্দেশিকায় বলা হয়েছিল, ২ হাজার টাকার বেশি অনলাইন লেনদেনে করলে অথেন্টিকেশন জরুরি। কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সংস্থা তাতে আপত্তি জানিয়ে দাবি করে, ২ হাজার নয়, ৫ হাজারের বেশি অনলাইন লেনদেনে অথেন্টিকেশন রাখা হোক। সে মতোই নতুন নির্দেশিকা ডিসেম্বর মাসে জারি করে RBI।
১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালুর জন্য বুধবারই শেষ আধার-প্যানের যোগের সময়সীমা।

Comments are closed.