লাদাখে ২৬ জন জওয়ানকে নিয়ে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ৭ ভারতীয় সেনার

লাদাখে শায়ক নদীতে পড়ে গেল সেনাকর্মীদের একটি গাড়ি। এই মর্মান্তিক পথ দুর্ঘটায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন ভারতীয় সেনা। আহত হয়েছেন আরও ১২ জন। লাদাখের তুরতুক সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত সেনাদের উদ্ধার করতে নামানো হয় ভারতীয় বায়ু সেনাকে। অবশেষে উদ্ধার করার পর আহতদের পারতাপুরের 403 ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লেহ থেকে অস্ত্রোপচার করার একটি দল পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে লাদাখের সায়ক নদীর ওপর দিয়ে ২৬ জন সেনা নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। তুরতুক সেক্টরের কাছে গাড়িটি নদীতে পড়ে যায়। পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে থোয়াইসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাব সেক্টর হানিফের কাছে যাচ্ছিল গাড়িটি।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পারতাপুরের ট্রানজিট অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় থাকা জওয়ানদের আরও উন্নত চিকিৎসার জন্য ওয়েস্টার্ন কমান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই কাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হবে। ক্যাম্প থেকে থোয়াইসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাব সেক্টর হানিফের কাছে যাচ্ছিল।

Comments are closed.