তিন তালাক এখন থেকে অপরাধ, অর্ডিন্যান্স পাস কেন্দ্রীয় মন্ত্রিসভায়

সুপ্রিম কোর্ট আগেই তিন তালাককে অবৈধ, অসাংবিধানিক বলে রায় দিয়েছে। এবার এই মর্মে নয়া আইন আনল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে আনা নয়া বিলে সম্মতি দিয়ে অর্ডিন্যান্স পাস করা হয়েছে। এবার রাষ্ট্রপতির সম্মতি পেলেই আইনে পরিণত হবে এই বিল। নয়া এই আইনের আওতায় এবার থেকে তিন তালাক বা চটজলদি এক তরফা বিবাহ বিচ্ছেদের ঘটনা অপরাধ হিসাবেই গণ্য  হবে। এর আগে বাদল অধিবেশন চলাকালীন এই বিলটি একটি সংশধোনী সহযোগে রাজ্যসভায় পাশ করাতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিরোধীদের সম্মতি না পাওয়ায় বিলটি রাজ্যসভায় পাশ করানো যায়নি। তাই বাধ্য হয়েই অর্ডিন্যান্স আনা হল বলে জানিয়েছে কেন্দ্র।
দ্য মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) ২০১৭ নামের এই বিলটি এর আগে লোকসভায় পাশ হয়ে গেছে। নয়া এই বিলটি আইনে পরিণত হলে এবার থেকে কেউ তিন তালাক দিলে তাঁর সর্বাধিক তিন বছরের জেল ও আর্থিক জরিমানা হবে। আগে বলা হয়েছিল, তিন তালাকের শিকার মহিলা বা তাঁর পরিবার এক্ষেত্রে অভিযোগ দায়ের করতে পারবে পুলিশে। পরে তা সংশোধন করা বলা হয়, ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবার ছাড়াও তাঁর প্রতিবেশীরাও অভিযোগ জানাতে পারবেন মহিলার তরফে। মামলা চলাকালীন বিচারক অভিযোগকারী মহিলায় সাথে কথা বলে অভিযুক্তকে মনে করলে জামিনও দিতে পারবেন। সমাধান সূত্র মিললে অভিযোগ পরে তুলেও নেওয়া যেতে পারে এই আইন অনুযায়ী। যদিও কংগ্রেসের তরফে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করে বলা হয়েছে, মুসলিম মহিলাদের অধিকার-সম্মান রক্ষার থেকেও বিষয়টি নিয়ে রাজনীতিতেই বেশি মন দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Comments are closed.