ভারতের বিকৃত মানচিত্র প্ৰকাশ, ভারতের টুইটার প্রধানকে আটক করল UP পুলিশ

উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক ভারতের টুইটার প্রধান মণীশ মাহেশ্বরী। টুইটারের টুইট লাইফে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদখকে পৃথক দেখানো হয়েছিল। আলাদা দেশ হিসাবে দেখানো হয়েছিল ভারতের উত্তরের ওই অংশকে। এর জেরেই আটক করা হয় মণীশ মাহেশ্বরীকে।

টুইটারে বিকৃত মানচিত্রের পরেই বজরং দলের এক নেতা উত্তরপ্রদেশের বুলন্দশহরে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা, তথ্যপ্রযুক্তি সংশোধিত আইন, ২০০৮ সালের ৭৪ নম্বর ধারায় মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।

নয়া ডিজিটাল আইন নিয়ে টুইটের সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছে। এরমধ্যেই উত্তরপ্রদেশের মুসলিম বৃদ্ধকে মারধরের ভিডিও প্রকাশ করায় উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে টুইটের একটা দ্বন্দ্ব হয়েছিল। এরমধ্যেই টুইটের অধীনে থাকা টুইট লাইফ বিভাগে ভারতের বিকৃত মানচিত্র প্ৰকাশ করার পর নেটিগরিকদের আক্রোশের মুখে পড়ে টুইটার। যদিও বিতর্কের পর সরিয়ে দেওয়া হয় ওই মানচিত্র।

Comments are closed.