ফের কংগ্রেসে ভাঙন, মমতার উপস্থিতিতে প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ সহ দুই নেতা যোগ দিলেন তৃণমূলে 

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ফের ভাঙ্গন কংগ্রেসে। সোমবার দুই নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী এবং উত্তরপ্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ললিতেশপতি ত্রিপাঠী দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে এদিন ঘাসফুল শিবিরে পথ চলা শুরু করেন। 

রাজেশপতি ত্রিপাঠী এবং ললিতেশপতি ত্রিপাঠী দু,জনেই এআইআইসিসি’র সদস্য। সেই সঙ্গে তাঁরা স্বাধীনতা সংগ্রামী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী কামলাপাতি ত্রিপাঠীর পরিবারের সদস্য। পাশাপাশি ললিতেশপতি ত্রিপাঠী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীরও ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনৈতিক মহলের মতে উত্তরপ্রদেশের এই দুই নেতার যোগদানের মধ্য দিয়ে যোগী রাজ্যেও রাজনৈতিক জমির প্রস্তুতি শুরু করল ঘাসফুল শিবির। 

দুই কংগ্রেস নেতার যোগদান প্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, উত্তরপ্রদেশের দু’চারটে রাজনৈতিক পরিবারের মধ্যে উল্লেখযোগ্য পরিবার ত্রিপাঠী পরিবার। এদিন কংগ্রেসকেও আক্রমণ শানান তিনি। বলেন, কংগ্রেস অনেক সময় পেয়েছে। তারা কাজ করতে পারেনি তাই বিজেপির এই উত্থান। ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনায়ও বিজেপিকে একহাত নেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গে দাঁড়িয়ে ফের একবার সমস্ত আঞ্চলিক দলকে এক হওয়ার ডাক দেন মমতা। 

রাজেশপতি ত্রিপাঠী এদিন বলেন, মমতা ব্যানার্জি গান্ধী, নেহেরুর যে আদর্শ নিয়ে এগোচ্ছেন। তাঁর এই সম্প্রতির বার্তা আমরা উত্তরপ্রদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। 

তৃণমূলে যোগদান নিয়ে ললিতেশপতি ত্রিপাঠী বলেন, মমতা ব্যানার্জি আমাদের নেতৃত্ব দিলে ইউপির মানুষকেও আমরা বিশ্বাস করাতে পারব যে বিজেপিকে হারানো সম্ভব। 

Comments are closed.