নিউ নর্মালে পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে কী বদল? জানালেন শশী থারুর

করোনা পর্বকে বলা হচ্ছে নিউ নর্মাল। এবার বিয়ের পাত্র-পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে ছাপ ফেললো এই নিউ নর্মাল। সম্প্রতি কাগজে এক পাত্রীর পরিবারের দেওয়া বিজ্ঞাপন নজর কেড়েছে মানুষের। সেখানে স্পষ্ট জানানো হয়েছে পাত্রী কোভিশিল্ড টিকার দুটি ডোজই নিয়ে ফেলেছেন। কোভিশিল্ডের দুই ডোজ নেওয়া পাত্র খোঁজা চলছে। শশী থারুর নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন এই পাত্র-পাত্রীর বিজ্ঞাপন।

পাত্রী রোমান ক্যাথলিক। অঙ্কে এমএসসি করেছেন। বয়স ২৪, উচ্চতা ৫’৪। চাকরি করেন। রোমান ক্যাথলিক পাত্র চান বিবাহের জন্য। পাত্র করোনার ভ্যাকসিন নিয়ে থাকলে, তবেই বিবাহে আগ্রহী পাত্রী। পাত্রী নিজেও কোভিশিল্ডের দুটি ডোজ নিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার এমনই একটি মজাদার পাত্র-পাত্রীর বিজ্ঞাপনের পেপার কাটিং ট্যুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। সঙ্গে লিখেছেন, ভ্যাক্সিনেটেড কন্যা ভ্যাক্সিনেটেড পাত্র চাইছেন। কোনও সন্দেহ নেই, টিকার বুস্টার ডোজ বিয়ের আদর্শ উপহার হতে চলেছে। এটাই কী তবে নিউ নর্মাল? নেট নাগরিকদের কাছে প্রশ্ন কংগ্রেস সাংসদের।

Comments are closed.