ভীমা কোরেগাঁও মামলায় জামিন ৮১ বছরের ভারাভারা রাওয়ের

ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারাভারা রাওকে জামিন দিল বম্বে হাইকোর্ট। দু’বছরের বেশি সময় কারাগারে ছিলেন ৮১ বছরের এই কবি ও সমাজকর্মী। শারিরিক অসুস্থতার কারণে ৬ মাসের জন্য বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। এখন তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদালত জানিয়েছে, এই ৬ মাসের মধ্যে তদন্তের প্রয়োজনে তাঁকে আদালতে উপস্থিত থাকতে হবে। তাঁর পাসপোর্ট এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) আদালতেও জমা দিতে হবে। এই মামলায় অভিযুক্ত অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। তাকে ব্যক্তিগত বন্ড হিসেবে ৫০ হাজার টাকা জমা রাখার নির্দেশও দেওয়া হয়।

[আরও পড়ুন- বেল মিলল না দিশা রবির, এদিকে মানবাধিকারের প্রশ্ন তুলে টুইট গ্রেটা থুনবার্গের]

২০১৮ সালের ২৮ শে আগস্ট থেকে এই মামলায় তিনি জেল হেফাজতে রয়েছেন। পুনের কাছে ভীমা-কোরেগাঁও এলাকায় এক দলিত সমাবেশকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্র পুলিশের অভিযোগ, পাঁচ সমাজকর্মী ওই হিংসায় উস্কানি দিয়েছিলেন। এরমধ্যে ছিলেন ভারাভারা রাও। পুলিশের অভিযোগ ছিল, ধৃতদের বাড়ি থেকে এমনকি কম্পিউটার থেকে সন্দেহজনক নথি পাওয়া গিয়েছে। তাঁরা মাওবাদীদের অস্ত্রশস্ত্র ও অর্থ সরবরাহ করতেন বলে অভিযোগ ছিল।

 

Comments are closed.