বিশ্বজুড়ে ইন্টারনেট বিভ্রাট, একাধিক ওয়েসাইট খুলতে সমস্যা

মঙ্গলবার হঠাৎই জানা যায়, বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবার বিভ্রাট দেখা দিয়েছে। আর যার জেরেই ডাউন অজস্র ওয়েবসাইট।

নিউজ পোর্টাল, সরকারি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কোনও সাইটই ব্যবহার করা যাচ্ছে না ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার জন্য। ওয়েবসাইট গুলি খুলতে গেলেই কিচ্ছুক্ষণ বাফারিং হওয়ার পর দেখাচ্ছে 503 Unavailable । নেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর অর্থ হল নির্দিষ্ট ওয়েবসাইটটি গ্রাহকদের পছন্দমত পেজ খুলতে পারছে না। আমেরিকার ক্লাউড সার্ভিস প্রভাইডারে সমস্যা হওয়ার দরুন এই বিভ্রাট দেখা দিয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, ইন্টার পরিষেবার এই বিভ্রাটের জেরে আমাজনের পাশাপাশি একাধিক ওয়েব সাইট খুলতে সমস্যা হচ্ছে। The New York Times, Bloomberg News এর মত একাধিক ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে।

২১ হাজার রেডিট ব্যবহারকরি ওয়েবসাইট খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখনও আমাজন ওয়েবসাইটি খুলতে গিয়ে ২০০০ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।

Comments are closed.