৩১ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট, ১ লা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক বন্ধের হুমকি অফিসারদের ইউনিয়নের
সারা দেশে টানা ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি) সহ ব্যাঙ্ক অফিসারদের বিভিন্ন সংগঠন। কয়েক দফা দাবিতে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘট ডাকা হয়েছে। কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ, কর্মীদের বেতনের পুনর্বিন্যাস, সপ্তাহে পাঁচ দিন কাজ, ব্যাঙ্ক ঋণখেলাপিদের শাস্তি ইত্যাদি নানা ইস্যুতে ডাকা এই ধর্মঘট হলে ব্যাঙ্ক পরিষেবা দারুণভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখানেই থামছে না সংগঠনগুলি। আগামী ১১ থেকে ১৩ মার্চ ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। এরপর ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে বলে হুমকি দিয়েছে সংগঠনগুলি। তাদের তরফে বলা হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।