দিল্লি সফরে গিয়ে বলেছিলেন তিনি লিডার নন, তিনি ক্যাডার। ১৯ দলের বিরোধী বৈঠকেও ফের একই বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, জোটের নেতা কে হবেন তা ভুলে গিয়ে সবাইকে একজোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। মানুষের স্বার্থেই একজোট হতে হবে আমাদের। তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, ইগো রাখলে চলবে না। বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে সবাইকে একসঙ্গে পা মেলাতে হবে।
এদিনের বৈঠকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, দেশে সুপার ইমার্জেন্সি চলছে। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে যে ভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে তার প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই পরিপ্রেক্ষিতে সিবিআই, ইডির পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকারও কড়া সমালোচনা করেন।
বিরোধীদের মধ্যে যাতে ঐক্য আরও দৃঢ় হয়, ভুল বোঝাবুঝি দূর হয়, তার জন্য একটি কোর কমিটি তৈরির প্রস্তাব দেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, কোন কোন ইস্যুতে বিরোধীরা সম্মিলিত হয়ে কী পদক্ষেপি গ্রহণ করবে ওই কোর কমিটিতে তা নিয়ে আলোচনা হবে।
তৃণমূল নেত্রীর এই প্রস্তাবকে সোনিয়া গান্ধী সহ বাকি দলের নেতৃত্বরা সমর্থন জানিয়েছেন।
শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস, তৃণমূল সহ উপস্থিত ছিল এনসিপি, ডিএমকে, শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিএম, সিপিআইএম,আরজেডি সহ ১৯টি বিরোধী দল।
Comments are closed.