কংগ্রেস-এনপিপিকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া; মেঘালয়ে গিয়ে সুর চড়ালেন অভিষেক 

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার মেঘালয়ের খাসি হিলসের মাইলিয়ামের ইউলিংকায় জনসভা করেন। আর এদিনের জনসভা থেকে বিজেপির পাশাপাশি এনপিপি এবং কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, মনে রাখবেন এখানে কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া। তেমনভাবেই এনপিপিকে ভোট দেওয়া মানেও কিন্তু বিজেপিকে ভোট দেওয়া। এখানেই থামেননি তিনি, বংলার সঙ্গে তুলনা টেনে সে রাজ্যের সরকারকেও একহাত নিয়েছেন অভিষেক। 

এদিনের জনসভা থেকে অভিষেক ব্যানার্জি আরও বলেন, মেঘালয় রাজ্যের মানুষের ভাষা খাসি ও গারোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাবিতে সংসদে লড়াই করবে তৃণমূল। তাঁর কথায়, খাসি-গারো ভাষাকে সংবিধানের অষ্টম অনু উচ্ছেদের অন্তর্ভুক্ত করতে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে তৃণমল। পাশাপাশি অভিষেক ঘোষণা করেন, মাইকার্ড, উইককার্ড সহ তৃণমূল ইস্তেহারে যে ১০ টি কাজের প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে তা তিন মাসের মধ্যে কার্যকর করবে। 

Comments are closed.