ইউক্রেন থেকেও ভারতীয়দের ফিরিয়ে আনতে এগিয়ে এলেন সোনু সুদ, ‘মাসিহা’কে কুর্নিশ নেট দুনিয়ার 

পরিযায়ী শ্রমিকের পর এবার প্রবাসী পড়ুয়া। সঙ্কটকালে এগিয়ে এলেন অভিনেতা সোনু সুদ। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দেরও বাড়ি ফেরাতে কাজ শুরু করে দিয়েছেন অভিনেতার টিম। ইউক্রেনে পড়তে যাওয়া এক পড়ুয়া সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন। 

ইউক্রেনে আটক লক্ষণ আগারওয়াল নামে ওই পড়ুয়া জানিয়েছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় ইউক্রেন ছাড়ার প্রস্তুতি শুরু করেন তিনি। সেই মতো বেরিয়েও আসেন। হোস্টেল ছাড়ার পর অন্যান্য বন্ধুদের ফোন পান। সেখানেই জানতে পারেন, আরও অনেক পড়ুয়াই আটকে রয়েছেন তাঁর মতো। বন্ধুদের বিপদে ফেলে চলে আসতে পারেননি। আবার হোস্টেল ফিরে যান। পরে এক বন্ধুর পরামর্শে সোনু সুদের টিমের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এবং অভিনেতার সহযোগিতায় ইউক্রেনে সীমান্তে পৌঁছান। সেখান থেকে ভারতের বিমানে দেশে ফেরেন। 

পরে অভিনেতা নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে খবরটি শেয়ার করে লেখেন, ভারতীয় পড়ুয়াদের জন্য ইউক্রেনে এখন কঠিন সময়। এবং সম্ভবত এখনও পর্যন্ত আমারও কঠিনতম কাজ। সৌভাগ্যবসত আমরা ওদের বর্ডার পার করাতে সফল হয়েছি। ওদের আরও সাহায্য দরকার। আমাদের চেষ্টা করে যেতে হবে। সেই সঙ্গে ট্যুইটে ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

উল্লেখ করোনা কালে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন সোনু। নিজের এই কাজের জন্য অনেকে তাঁকে ‘মাসিহা’ বলেও ডাকতে শুরু করেন । 

Comments are closed.