স্বাস্থ্য বিমা আয়ুস্মান ভারতের আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রীর, প্রকল্পে গররাজি ৫ টি রাজ্য

রবিবার আনুষ্ঠানিকভাবে রাচি থেকে তাঁর স্বপ্নের প্রকল্প ‘আয়ুস্মান ভারত’ এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ইতিমধ্যেই ‘মোদী কেয়ার’ বলে বহুল প্রচারিত। এই প্রকল্পের ফলে উপকৃত হবেন দেশের ১০ কোটি পরিবারের প্রায় পঞ্চাশ কোটি মানুষ, এমনটাই দাবি কেন্দ্রের। এটাই বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রকল্প বলে দাবি কেন্দ্রের। এই প্রকল্পের আওতায় পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা দেওয়া হবে। ঝাড়খণ্ডে যাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের কাছে ইতিমধ্যেই এই প্রকল্পের চিঠি পৌঁছেছে। এই প্রকল্পের ৬০ শতাংশ দায়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ আর্থিক দায় নিতে হবে রাজ্যকে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেশ কিছু বেসরকারি হাসপাতাল থেকেও এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় সুবিধা মিলবে। আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র দেখিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভূক্ত করা যাবে। সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষদের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। দেশের অধিকাংশ রাজ্য এই প্রকল্পে সম্মতি দিলেও কেরল, ওডিশা, দিল্লি, পঞ্জাব ও তেলেঙ্গানা এই প্রকল্পে এখনও সম্মতি দেয়নি। এই রাজ্যগুলির দাবি, তাদের নিজস্ব স্বাস্থ্য বিমা প্রকল্প এই প্রকল্পের থেকে অনেক বেশি ভালো ও কার্যকরী। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই প্রকল্প চালু হবে বলে নীতি আয়োগের তরফে জানানো হয়েছে।

Comments are closed.