অস্তিত্ব সংকটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বট গাছ, দেওয়া হচ্ছে স্যালাইন

তেলেঙ্গানার মেহেবুবনগর জেলার পিল্লালামারি এলাকায় রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ বটগাছ। সম্প্রতি বিষাক্ত পোকার আক্রমণের শিকার হয়েছে গাছটি। পোকার আক্রমণে গাছটির অস্তিত্বই এখন সংকটের মুখে। ৭০০ বছরের পুরনো গাছটিকে বাঁচাতে তাই স্যালাইন দেওয়া হচ্ছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গাছটির বিভিন্ন অংশে স্যালাইনের বোতল ঝুলিয়ে নলের মাধ্যমে স্যালাইন গাছটির মধ্যে প্রবেশ করানো হচ্ছে। বন দফতরের আধিকারিকদের আশা, এর ফলে গাছটি দ্রুত পোকার আক্রমণ থেকে মুক্তি পাবে এবং স্যালাইন গাছের দেহে প্রবেশ করায় সেটির পুনরুজ্জীবনে সহায়তা হবে।

পোকার আক্রমণে ইতিমধ্যেই গাছের বহু অংশ পড়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গাছটি যাতে ঝুঁকে না পড়ে সেজন্য কংক্রিটের পাঁচিল দেওয়া হচ্ছে গাছটির চারপাশে। গাছটিকে দেখতে প্রতি বছর বহু পর্যটক ভিড় জমান এই জেলায়। কিন্তু চিকিৎসার জন্য গত ডিসেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে বট গাছের দর্শণ।

Leave A Reply

Your email address will not be published.