কাঠুয়া নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

কাঠুয়া কান্ড নিয়ে দেশ জোড়া ক্ষোভের মাঝেই জম্মু-কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে ঘটনা নিয়ে মুখ খুলে কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার জম্মুর শ্রী মাতা বৈষ্ণদেবী বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ স্মাবর্তন অনুষ্ঠানে কাঠুয়ার নির্যাতিতা শিশুর কথা উল্লেখ করে ঘটনাটিকে ‘বর্বর’ ও ‘অকল্পনীয়’ বলে আখ্যা দেন রাষ্ট্রপতি। তিনি বলেন স্বাধীনতার ৭০ বছর পরেও এমন ঘটনা দেশের লজ্জা। তার মতে শিশুকে সুরক্ষা দেওয়াই সমাজের প্রথম কর্তব্য।

কাঠুয়া কাণ্ড নিয়ে ইতিমধ্যে বেশ চাপে রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনার বাড়বাড়ন্তে গেরুয়া শিবিরকে চেপে ধরেছে বিরোধীরা। ঘটনার পর জম্মু-কাশ্মীরে পিডিপি সরকারের সহযোগী বিজেপির দুই মন্ত্রী প্রকাশ্যে হিন্দু একতা মঞ্চ নামে এক সংগঠনের মিছিলে যোগ দিয়ে অভিযুক্তদের পাশে দাঁড়ানোয় ঘটনা অন্য মাত্রা পায়। পরে চাপে পড়ে ওই দুই মন্ত্রী পদত্যাগ করলেও দমানো যায়নি বিরোধীদের। প্রথমে কিছু না বললেও পরে ঘটনাটি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দোষীরা পার পাবে না বলেও তিনি জানান। অন্যদিকে দায়ের হওয়া আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর সরকারকে নিগৃহীতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার শুনানি অন্য রাজ্যে সরানো নিয়ে জম্মু-কাশ্মীর সরকারের মতও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

Leave A Reply

Your email address will not be published.