বিহারের জামুই জেলার প্রচারে পাকিস্তানি শিশুর ছবি ব্যবহারকে কেন্দ্র করে বিতর্ক

২০১৫ বিধানসভা ভোটের আগে বিহারে জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, সেই রাজ্যে বিজেপি হেরে গেলে পাকিস্তানে বাজি ফাটবে। হেরেই গিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি সভাপতির মন্তব্য নিয়ে সেই সময় তীব্র বিতর্ক হয়েছিল দেশে। সেই বিহারেরই জামুই জেলায় প্রচারের মুখ হিসেবে পাকিস্তানি এক শিশুকে বাছা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবারও বিতর্ক শুরু করেছে বিজেপিই। যারা এখন নীতিশ কুমারের সঙ্গীও।
সম্প্রতি বিহারের জামুই জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারতের’ মতো ‘স্বচ্ছ জামুই, সুস্থ জামুই’ নামে একটির প্রচার অভিযান শুরু করেছে। এই প্রচারের জন্য যে বই প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রচ্ছদে ব্যবহার করা হইয়েছে এক পাকিস্তানি শিশুর ছবি। সে প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে ওই শিশুটি বসে পাকিস্তানের ফ্ল্যাগ আঁকছে। এই বইয়ের মাধ্যমে এলাকায় মানুষের স্বাস্থ্য এবং স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারের কাজও শুরু হয়। কিন্তু বইটি প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয় বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। কেন পাকিস্তানি শিশুর ছবি ব্যবহার করা হয়েছে এই অভিযোগে জেলা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু মানুষ। জেলা প্রশাসন এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে জানা যায়, ছবির শিশুটি ইউনিসেএফ-এর হয়ে পাকিস্তানে নারীশিক্ষা প্রচারে কাজ করেন।

Leave A Reply

Your email address will not be published.