আয় বাড়াতে বেসরকারি সংস্থাকে গুদাম লিজ দেওয়ার সিদ্ধান্ত রেলের

অ্যামাজন, কোকালার হাতে এবার রেলের গুদাম। আর্থিক টানাটানির বাজারে রেলের ভাঁড়ারে অর্থের জোগান বাড়াতে জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বর্তমানে গোটা দেশে প্রায় ৩০০টি গুদাম রয়েছে রেলের। এর মধ্যে ৫০টি গুদামকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর ফলে একদিকে যেমন এই গুদামগুলির রক্ষণাবেক্ষণ-আধুনিকীকরণের দায়ভার রেলের কাঁধ থেকে নামবে। তেমনি গুদামগুলি ব্যবহারের বিনিময়ে বেসরকারি সংস্থাগুলি মারফৎ কিছু টকাও আসবে রেলের ভাঁড়ারে, এমনই মত রেল কর্তৃপক্ষের।
আপাতত পরীক্ষামূলকভাবে এই কাজের জন্য দেশের মোট ৭৩টি রেল ডিভিশনের মধ্যে থেকে ধানবাদ, ভাইজ্যাক, দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, গুদাম লিজ নিতে ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে বেশ কিছু নামী বেসরকারী সংস্থা। যার মধ্যে রয়েছে কোকাকোলা, অ্যামাজনের মতো বহুজাতিক সংস্থার নামও। ৩০-৩৫ বছরের জন্য গুদামগুলি লিজ দেওয়া হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.