উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে মিলেছে প্রমাণ, দাবি সিবিআইয়ের

উত্তর প্রদেশের উন্নাওতে কিশোরী ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে জোরালো প্রমাণ পেয়েছেন সিবিআই এর তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের তরফে এমনই দাবি করা হয়েছে। পাশাপাশি, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং ঘটনার পুনর্নির্মাণ করার পর তদন্তকারীরা নিশ্চিত যে কিশোরীর পরিবারের করা অভিযোগ সত্যি। নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। ঘটনায় জড়িত অন্যান্যদের জেরা করেও নিগৃহীতার বয়ানের সঙ্গে তাঁদের বয়ানের মিল পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

সিবিআই তদন্তে আরও জানা গেছে, ঘটনার পুলিশি তদন্তে অনেক খামতি ছিল। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করাতেও দেরি করেছিল পুলিশ। আরও জানা গেছে, প্রথমে এফআইআর-এ অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম লিখতে চায়নি পুলিশ। এমনকি চার্জশিট থেকেও বাদ রাখা হয়েছিল বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নাম। কিন্তু নিগৃহীতা নিজের বয়ানে জানিয়েছে, গত বছর ৪ জুন যখন অভিযুক্ত বিধায়ক গ্রামের বাড়িতে নিজের ঘরে তাকে ধর্ষণ করছিল সে সময় বাইরে দরজা পাহারা দিচ্ছিলেন বিধায়কের সহযোগী শশী সিংহ। মাঝে ১১ থেকে ১৯ জুন পর্যন্ত কিশোরীকে গণধর্ষণও করা হয়। মাঝের এই দীর্ঘ সময় কার্যত নিখোঁজ ছিল ওই কিশোরী। ২০ জুন তাঁর খোঁজ মেলে। এরপরই জানাজানি হয় গোটা বিষয়টি। সত্যি চাপা দেওয়ার জন্য কিশোরীকে ভয়ও দেখিয়েছিল প্রভাবশালী অভিযুক্তরা। বর্তমানে সিবিআই হেফাজতেই রয়েছেন অভিযুক্ত বিধায়কসহ অন্যান্যরা।

Leave A Reply

Your email address will not be published.