১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা, সিদ্ধান্ত কেন্দ্রের, টিকা মিলবে খোলা বাজারেও

প্রধানমন্ত্রীর বৈঠকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়

১ মে থেকে ১৮ বছরের বেশি সকল প্রাপ্ত বয়স্ককেই করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। পাশাপাশি টিকা উৎপাদনকারী সংস্থা ৫০ শতাংশ টিকা খোলা বাজারে বিক্রি করতে পারবে বলেও জানিয়েছে কেন্দ্র। বাকি ৫০% টিকা নিয়ে নেবে সরকার।

এদিন প্রধানমন্ত্রীর বৈঠকে তৃতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ বছর এবং তার বেশি বয়সের সকল দেশবাসী ১ মে থেকে করোনা ভ্যাকসিন পাবে বলে কেন্দ্র সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে।

এছাড়াও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টিকা উৎপাদক সংস্থা তাদের ৫০% টিকা রাজ্য সরকার বা খোলা বাজারে বিক্রি করতে পারবে। রাজ্য সরকারেরাও সরাসরি সংস্থা থেকে টিকা কিনে নিতে পারবে। তবে খোলা বাজারে টিকার দাম ঠিক করে দেবে কেন্দ্র। তারপরই টিকা মিলবে ওষুধের দোকানে।

Comments are closed.