বিতর্কিত মন্তব্যের জন্য শশী থারুরের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে অভিযোগ দায়ের, পাঠানো হল সমন

২০১৯ সালে বিজেপি ক্ষমতায় এলে ভারত হিন্দু পাকিস্থানে পরিণত হবে’। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা শশী থারুরের এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে সমন পাঠালো কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। সূত্রের খবর, জনৈক আইনজীবী সুমিত চৌধুরী এই মন্তব্যের বিরোধিতা করে পিটিশান দায়ের করেন। ভারতীয় দন্ডবিধির ১৫৩/ ২৯৫ এ ধারায়  অভিযোগ দায়ের করা হয়েছে। ওই আইনজীবীর দাবি, ১৯৭১ সালের ভারতীয় দণ্ডবিধির এই ধারা অনুসারে কংগ্রেস নেতা শশী থারুরের মন্তব্য জাতীয় সম্মানের পক্ষে হানিকর। সংবাদসংস্থা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে এই প্রথম দেশে কোনও শীর্ষ  রাজনৈতিক নেতাকে সমন পাঠানোর ঘটনা ঘটল। উল্লেখ্য শুক্রবার কেরলের এক জনসভায় শশী বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। যদিও তাঁর দল কংগ্রেসও এই ইস্যুতে শশীর পাশে দাঁড়ায়নি। বরং কংগ্রেস হাইকমান্ড সাফ জানিয়েছে, ‘যে কোনও বিষয়ে মন্তব্য করার আগে যেন নেতারা সচেতন হন’। শশীর এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজোড়া বিতর্ক শুরু হয়েছে। এই শীর্ষ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যে অনড় থাকবেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।

Leave A Reply

Your email address will not be published.