ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার, বিশ্বজুড়ে সেলিব্রিটি অনুগামী সংখ্যায় ধস।

রাতারাতি সোশ্যাল মিডিয়া ট্যুইটারে ফলোয়ার হারালেন দেশ-বিদেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে বিগ বি অমিতাভ বচ্চন এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর অনুগামীদের হারিয়েছেন। তবে কি জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে দেশ-বিদেশের এই বিখ্যাত ব্যক্তিদের?
আসল উত্তরটা লুকিয়ে রয়েছে অন্য জায়গায়।ভুয়ো অ্যাাকাউন্টের বাড়বাড়ন্ত রুখতে সাফাই অভিযান শুরু করেছেন ট্যুইটার কর্তৃপক্ষ। যার ধাক্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার কমেছে ৩ লক্ষ। রাহুল গান্ধীর ১৭ হাজার এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৩৩ হাজার,৩৬৩ জন অনুগামী হারিয়েছে। বাদ যাননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ১ লক্ষ ফলোয়ার কমেছে তাঁর। ট্যুইটারে নিয়মিত ফলোয়ার সংখ্যার হিসেব রাখে সোশ্যাল ব্লেড কম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান মিলেছে। জানা যাচ্ছে, স্বল্প ব্যবহৃত বা ভুয়ো অ্যাকাউন্টগুলো বন্ধ করাতেই কার্যত ফলোয়ার সংখ্যায় ধস নেমেছে বিশ্বজোড়া সেলিব্রিটিদের।

Leave A Reply

Your email address will not be published.