দিল্লিতে পালিত হল কবি পক্ষের প্রভাতী অনুষ্ঠান

গত ৩২ বছরের মতই এবারেও ৬ই মে, রবিবার পালিত হল দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত কবি পক্ষের প্রভাতী অনুষ্ঠান। নয়া দিল্লির রবীন্দ্রভবনে। সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে গানের মধ্যে দিয়ে। দিল্লির বাংলা স্কুলগুলির প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রী এবং দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও বহু গুণীজনের সমন্বয়ে সাড়ে চার ঘণ্টা গান, কবিতা, পাঠ, নাটক, নৃত্য নিবেদনের মাধ্যমে কবি প্রণাম চলে।
আগামী ১৯শে মে বেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাষা শহিদ দিবস পালন করা হবে শিলচরের বাংলা ভাষা শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত জানান, ‘বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারের জন্য বাংলা বইমেলা, সাহিত্য সভা, সঙ্গীত এবং নাট্য উৎসবের আয়োজন করা হয়।।

Leave A Reply

Your email address will not be published.