ISL এ লাল হলুদ, ইস্টবেঙ্গল ও তার লক্ষ সমর্থককে স্বাগত জানাতে পেরে গর্বিত, বললেন নীতা আম্বানী

প্রতীক্ষার অবসান। এগারোতম দল হিসেবে ইন্ডিয়ান সুপার লিগ বা ISL এ অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। রবিবার ISL এর প্রধান নীতা আম্বানী এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইস্টবেঙ্গল এবং তার লক্ষ লক্ষ সমর্থককে দেশের সেরা ফুটবল লিগে স্বাগত জানাতে পেরে গর্বিত।

মোহনবাগান আইএসএল খেলার ছাড়পত্র পাওয়ার পর ময়দানে প্রবল কৌতুহল ছিল ইস্টবেঙ্গল কী করে তা দেখার। কিন্তু স্পনসর সমস্যায় জেরবার ইস্টবেঙ্গলের নাম ওঠেনি দেশের সেরা লিগে।

এই পরিস্থিতিতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী নিজে। নবান্ন থেকে যোগাযোগ করা হয় আম্বানীদের সঙ্গে। স্পনসরদের সঙ্গেও কথা শুরু হয়। শেষ পর্যন্ত মমতার হস্তক্ষেপে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়। নবান্নে ঘোষণা হয় সেই সিদ্ধান্ত। হাজির ছিল সমস্ত পক্ষ। তারপর থেকে আইএসএলে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা নিয়ে দিন গুনছেন সমর্থকেরা। যদিও মুখ্যমন্ত্রীর ইঙ্গিত ছিল ইস্টবেঙ্গলের আইএসএল খেলা স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষ রবিবার নীতা আম্বানী ঘোষণা করে দিলেন লিগের সপ্তম সংস্করণে যুক্ত হল ইস্টবেঙ্গল। এবার অপেক্ষা আইএসএল ডার্বির।

Comments are closed.