ভারতে চতুর্থ করোনা আক্রান্তের মৃত্যু পাঞ্জাবে, দু’সপ্তাহ আগেই ফিরেছিলেন জার্মানি-ইতালি থেকে

ভারতে চতুর্থ করোনা আক্রান্তের মৃত্যু। পাঞ্জাবের একটি হাসপাতালে মৃত্যু ৭০ বছরের এক বৃদ্ধের। মৃত ব্যক্তি ১৪ দিন আগে জার্মানি থেকে ইতালি হয়ে ফিরেছেন। বুকে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ধরা পড়ে তাঁর করোনাভাইরাস পজেটিভ। বুধবার পাঞ্জাবের হোসিয়ারপুরের বাঙ্গার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই খবর পাওয়ার পরই পাঞ্জাব জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। মৃত ব্যক্তির গ্রামের চারপাশে ৩ কিলোমিটার পর্যন্ত জায়গা সিল করে দিয়েছে প্রশাসন। কাউকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। যে সরকারি চিকিৎসক ওই ব্যক্তির চিকিৎসা করেছিলেন, তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হচ্ছে মৃতের কয়েকজন বন্ধু এবং পরিবারের সদস্যদের।

এদিকে পাঞ্জাবে বৃহস্পতিবার বিকেল থেকেই গণপরিবহণ বন্ধ। শুক্রবার সকাল থেকে বাস, অটো, ট্যাক্সি তুলে নেওয়া হবে। আগেই স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে।

Comments are closed.