বাংলা নিয়ে প্রকাশ্য উস্কানি! সাসপেন্ড কঙ্গনার ট্যুইটার হ্যান্ডল

সাসপেন্ড অভিনেতা কঙ্গনা রানাওয়াতের টুইটার আকাউন্ট। অভিনেতা হ্যাশট্যাগে #PresidentRuleInBengal উল্লেখ করে তিনি লিখেছিলেন আসাম, পুদুচেরিতেও শেষ হয়েছে নির্বাচন। কিন্তু বাংলার মতন ভোট পরবর্তী হিংসা কোনও রাজ্যে হচ্ছে না। তিনি রাজ্যে রাষ্টপতি শাসনের দাবি জানিয়েছিলেন।

এছাড়াও বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের একটি টুইটের প্রেক্ষিতে তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে জানিয়েছেন, রাজ্যে গুন্ডাদের মেরে ফেলার জন্য একজন সুপার গুন্ডা প্রয়োজন। মমতা ব্যানার্জিকে নিশানা করে তার বক্তব্য এই ভয়ঙ্কর দানবকে দমন করার জন্য মোদীজি আপনি ২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান। এই টুইট করার পর একের পর নিন্দার ঝড় বইতে থাকে।

২ মে বাংলায় ভোটের ফল সামনে আসার পর কঙ্গনা আরও একটি টুইট করেছিলেন। জানিয়েছিলেন, বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্ত। ভোটের ফলাফলে এটা স্পষ্ট যে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নন। এরপর কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন হাইকোর্টের এক আইনজীবী।

Comments are closed.