আইআরসিটিসি-র হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী, পুত্রকে সমন।

প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবকে সোমবার সমন পাঠাল দিল্লির একটি আদালত। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং ট্যুরিজিম কর্পোরশনের (আইআরসিটিসি) হোটেল সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এই সমন পাঠানো হয়েছে। আগামী ৩১ শে অগাস্ট তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সংবাদসংস্থা সূত্রে খবর, সিবিআই গত ১৬ এপ্রিল আইআরসিটিসি-র হোটেল সংক্রান্ত দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে। চার্জশিট পেশ করে আদালতে সিবিআইয়ের পক্ষে আইনজীবী বলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদব যে হোটেল দুর্নীতি মামলায় জড়িত আছেন তার সুনির্দিষ্ট প্রমাণ সিবিআইয়ের হাতে রয়েছে। সূত্রের খবর, লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে মূলত রাঁচি এবং পুরীর আইআরসিটিসি হোটেল নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসে। একই সঙ্গে এই মামলায় দুটি বেসরকারি হোটেলের মালিক, আইআরসিটিসি-র তৎকালীন ম্যানেজিং ডিরেক্টরদের নামও রয়েছে চার্জশিটে।

Leave A Reply

Your email address will not be published.