বিবাহ ছাড়াই সহবাসে সুপ্রিম কোর্টের সম্মতি

এখন থেকে প্রাপ্তবয়স্করা বিবাহবন্ধনে আবদ্ধ না হয়েই সহবাস করতে পারবেন। রবিবার এই মর্মেই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে প্রথম ‘প্রোটেকশন অব উওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট’ সংসদে পাশ হয়ে হয়েছিল। রবিবার সুপ্রিম কোর্টের এই রায়ও সংসদে স্বীকৃতি পেয়েছে। কেরালার বাসিন্দা নন্দ কুমারের করা আপিলের ভিত্তিতেই রবিবার এই রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। ‘চাইল্ড ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১। কিন্তু প্রাপ্ত বয়সের আগেই নন্দ কুমার তাঁর সঙ্গীনি তুশারা সহবাস করেছে বলে অভিযোগ উঠেছিল। এই কারণে তুশারার পরিবারের পক্ষ থেকে বলপূর্বক নন্দকুমারকে তুশারার সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। এরপরই নন্দ কুমার কোর্টের দ্বারস্থ হন। নন্দ কুমার জানিয়েছেন,’আগামী ৩০ শে মে তিনি ২১ বছরে পা দেবেন’। কোর্ট জানায়, প্রআপ্ত বয়স্কদের সম্পর্কের বিষয়ে কোর্ট কোনওভাবে হস্তক্ষেপ করবে না।

Leave A Reply

Your email address will not be published.