ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হামলা; সুদীপদের দেখতে এসে অভিযোগ মমতার

সবটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। ত্রিপুরায় আহত জয়া, সুদীপদের হাসপাতালে দেখতে গিয়ে এভাবেই অমিত শাহ সহ বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি।

সোমবার এসএসকেএম হাসপাতালে সুদীপ রাহা, জয়া দত্তকে দেখতে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল যুব নেতাদের উপর হামলা চালানো হয়। তারপরেই অমিত শাহকে তিনি একহাত নেন। বলেন, এই হামলার ঘটনা পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঘটানো হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। তিনি আরও বলেন, ত্রিপুরায় দানবীয় শাসন চালাচ্ছে বিজেপি। এর আগে অভিষেকের গাড়ির উপরও হামলা চালানো হয়েছে।

অভিষেক ব্যানার্জি ত্রিপুরা যাওয়ার সময় তাঁর প্লেনেও গুন্ডা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেভাবে ত্রিপুরায় ছাত্র নেতাদের উপর হামলা হয়েছে আমি মনে করি সমস্ত ছাত্র ছাত্রীদের এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠা উচিত।

রবিবার রাতেই ত্রিপুরা থেকে ফেরেন দেবাংশুরা। সুদীপ রাহা এবং জয়া দত্তকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তাঁদের দেখতে যান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য ত্রিপুরার ঘটনার প্রতিবাদে সোমবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদেরা।

রবিবারই অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন ত্রিপুরার সমস্ত ঘটনায় নজর রাখছেন মমতা ব্যানার্জি। এদিন সকালে মুখ্যমন্ত্রীর হাসপাতালে পৌঁছে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন ত্রিপুরার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। ২০২৩ এ বিপ্লব দেবের সরকারকে পরাজিত করতে ঘাসফুল শিবির যে মরিয়া তা ফের স্পষ্ট।

Comments are closed.