বাড়ি ও এসইউভি চাইলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

নিজের জন্য একটি এসিউভি (স্পোর্স্ট ইউটিলিটি ভেকেল) এবং বাড়ি চাইলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জানা গেছে,গত ২৬শে মার্চ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা সচিবকে একটি চিঠি লিখে তাঁর জন্য একটি বাড়ির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। সচিবকে লেখা চিঠিতে তিনি এও উল্লেখ করেছেন, তাঁর নিজস্ব কোনো বাড়ি নেই। ত্রিপুরায় সিপিআইএমের মুখপত্র ‘ডেইলি দেশের কথা’তে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে,মানিক সরকার বিধানসভা সচিবের কাছে চিঠি দিয়ে বাড়ি ও একটি ইনোভা অথবা স্কর্পিও চেয়েছেন তাঁর বিধানসভা কেন্দ্র পরিদর্শনের জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল বিজেপির মুখপাত্র মৃণালকান্তি দে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন ‘আমরা এতদিন ধরে যা বলে এসেছি তাই হল। সাইকেলে চড়ে, ট্রেনে ভ্রমণ করে, যে সততার ভাবমূর্তি উনি গড়ে তুলেছিলেন তা ঠিক নয়। সমস্ত বিরোধী বিধায়ক যখন দিনের পর দিন এমএলএ হোস্টেলে থাকেন, সেখানে ওনার এই ধরনের চাহিদা কমিউনিস্ট আদর্শের পরিপন্থী। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ব্যবহারের জন্য একটি অ্যাম্বাসাডর গাড়ি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পিঠের ব্যথার কারণে তিনি তা প্রত্যাখান করেন।

Leave A Reply

Your email address will not be published.