বন্ধু মেসিকে আহ্বান জানিয়ে রেখেছেন বার্সেলোনার নতুন কোচ, ‘আঁতুরঘরে’ ফেরা নিয়ে লিও কী বললেন? 

মেসি এবং বার্সোলনা। ফুটবল প্রেমী মাত্রই জানেন দুটি শব্দের মধ্যে কী নিবিড় সম্পর্ক। এক কথায় ফুটবলার মেসির আঁতুরঘর বার্সেলোনা। সেই বার্সেলোনায় মেসি ফিরতে পারেন! এরকম একটা জল্পনা ফের শুরু হয়েছে। সৌজন্যে বার্সেলোনায় নতুন কোচ এবং এক সময়ে মেসির সতীর্থ জাভি হার্নান্দেস।বার্সেলোনায় দীর্ঘদিন তাঁরা একসঙ্গে খেলেছেন। সেই জেভি কোচের দায়িত্ব পাওয়ার পরেই মেসি প্রসঙ্গে বলেছেন, বার্সেলোনা মেসির কাছে সব সময় ঘরের মতো। ওঁর জন্য দরজা খোলা রয়েছে। অন্তত আমি যতদিন কোচ থাকব, ও যখন চায় ফিরতে পারে। 

নতুন কোচের এই মন্তব্যের পরেই মেসির ঘর ওয়াপসি নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। তবে বার্সেলোনায় ফেরা নিয়ে সম্প্রতি আর্জেন্টিনার এক ক্রীড়া সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন লিও। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, অবসর নেওয়ার পর আমি বার্সেলোনায় ফিরে যাব। এটা আমার বাড়ির মতো। এমনকী বিশ্বকাপ জয়ের যাবতীয় স্মারকও তিনি বার্সেলোনার বাড়িতেই রাখতে চান বলে জানিয়েছেন এলএম টেন। 

সম্প্রতি পিএসজি’র স্পোর্টস এডভাইসর লুইস ক্যাম্পোস জানিয়েছেন, আমরা মেসির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়ে যেতে আগ্রহী। বিশেষ করে শেষ কয়েকটা ম্যাচে মেসি যে ফর্মে রয়েছেন, তাতে এখনও পিএসজির জার্সিতে মেসি’র আরও অনেক রেকর্ড তৈরি বাকি। ২০২১-এ পুরোনো ক্লাবকে বিদায় জানিয়ে পিএসজি’তে আসেন মেসি। সেই সময় ফরাসি ক্লাবটির সঙ্গে মেসির ২ বছরের চুক্তি হয়েছিল। যা চলতি বছরেই শেষ হচ্ছে। সব মিলিয়ে খেলোয়াড় হিসেবে মেসি যে এখনই বার্সেলোনায় ফিরছেন না, তা একপ্রকার স্পষ্ট। 

  

Comments are closed.