সংবাদমাধ্যমে কথা বলার আগে বিজেপি নেতাদের সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর।

দেশের সমস্ত বিজেপি সাংসদ ও বিধায়ককে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও রকম কথা বলার আগে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রী তাঁর ‘নরেন্দ্র মোদি’ অ্যাপের মাধ্যমে দলের সাংসদদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানেই তিনি বলেন,’ আমরা ভুল করি আর মিডিয়াকে মশলা দিই, যখনই আমরা ক্যামেরা দেখি ঠিক তখনই কিছু বলার জন্য ঝাঁপিয়ে পড়ি,যেন আমরা কত বড়ই না সমাজবিজ্ঞনী! তারপর সেই ভ্রান্ত কথা মিডিয়া ব্যবহার করে, এতে মিডিয়ার কোনও দোষ নেই।’ এর পরিবর্তে তিনি দলের নেতাদের সোস্য়াল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে জনগনের সঙ্গে যোগাযোগের ওপর জোর দেওয়ার কথা বলেন। রবিবারের এই আলোচনায় প্রধানমন্ত্রী গ্রামোন্নয়ণ, স্কিল ডেভেলপমেন্ট এবং কৃষকদের মুদ্রা যোজনায় আর্থিক সহায়তার জন্য দলের সমস্ত নেতাকে সাধুবাদ জানান। অতীতে বহুবার সংবাদমাধ্যমে অনেক কিছু বলে বিতর্ক কম বাঁধাননি বিজেপি নেতারা। মেয়েদের পোশাক থেকে শুরু করে মহাভারত যুগে ইন্টারনেটের প্রচলন ছিল, বিজেপি নেতাদের এই সমস্ত মন্তব্য যথেষ্টই বিতর্ক তৈরি করে। সম্প্রতি কাশ্মীরের কাঠুয়াতে আট বছরের শিশুকন্যা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের আড়াল করার অভিযোগে সেখানকার দুই বিজেপি মন্ত্রী পদত্যাগও করেন। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ।

Leave A Reply

Your email address will not be published.