অপরাধীদের ফাঁসি হোক, নয়তো গুলি করে মারা হোক আমাদের, ক্ষোভ উগরে দিলেন কাঠুয়ার নির্যাতিতার মা

‘দোষীরা যদি ছাড়া পেয়ে যায়, তবে তারা আমাদের খুন করে দেবে। গোটা গ্রাম আমাদের প্রাণের পিছনে পড়ে রয়েছে। আমাদের সব গেছে, শুধু আমরা চারজন আছি।’ ভিন রাজ্যে কাঠুয়া মামলার শুনানি সরবে কিনা তা নিয়ে সোমবার রায়দানের কথা আছে সুপ্রিম কোর্টের। তার আগে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে দেওয়া এক ইন্টারভিউয়ে এভাবেই নিজেদের উদ্বেগের কথা জানালেন কাঠুয়ার নির্যাতিতা আট বছরের কিশোরীর মা। পাশাপাশি নিজের ক্ষোভ উগড়ে নির্যাতিতার মা জানিয়েছেন, ‘হয় অপরাধীদের ফাঁসি হোক, নয় আমাদের গুলি করে মারা হোক।
গ্রামের অধিকাংশ মানুষ তাঁদের বিরোধিতা করায় নিরাপত্তার অভাব দেখিয়ে মামলাটি ভিন রাজ্যে সারাতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নির্যাতিতার বাবা। ভিন রাজ্যে মামলা সরানো নিয়ে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর সরকারের কাছে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। জম্মু-কাশীরের আদালতে মামলার শুনানি চলাকালীন ঘটনায় অভিযুক্তরা আদলতকে জানিয়েছিলেন, ঘটনার সত্য উদঘাটনে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। এই প্রসঙ্গ তুলে নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁরা চান সিবিআই এর বদলে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চই ঘটনার তদন্ত করুক। তাঁর অভিযোগ, সিবিআই তদন্ত মেনে নেওয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতারা তাঁদের চাপ দিচ্ছেন। তাঁর আশঙ্কা তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে ছাড়া পেয়ে যেতে পারে অভিযুক্তরা। নির্যাতিতার মায়ের আক্ষেপ, তাঁদের মেয়ে যেদিন নিখোঁজ হয় সেদিন থেকেই পুলিশ যদি গুরুত্ব দিয়ে বিষয়টি দেখত তাহলে আজ এতবড় ঘটনা ঘটত না। কিন্তু পুলিশ সাত দিন ধরে চুপচাপ বসেছিল।

Leave A Reply

Your email address will not be published.