সুজাত বুখারি হত্যা নিয়ে জম্মু-কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন।

রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক সুজাত বুখারির হত্যাকাণ্ড নিয়ে জম্মু-কাশ্মীর সরকারকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার এই নোটিশ পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্য সচিব এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে চার সপ্তাহের মধ্যে রিপোর্টসহ উপস্থিত হওয়ার নোটিশ দিয়েছে কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন তাদের পাঠানো নোটিশে আরও বলেছে, সুজাত বুখারি একটা বিচ্ছিন্ন উদাহরণ নন। রাজ্যকে জানাতে হবে, বিগত দু’বছরে উপত্যকায় সাংবাদিকদের উপর হামলার বিস্তারিত তথ্য। আক্রান্ত সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তার রিপোর্টও জমা দিতে হবে কমিশনে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে পিডিপি-বিজেপি জোট সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় ইস্তফা দেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। তারপর থেকেই রাজ্যে চলছে রাজ্যপালের শাসন। ঈদের কিছুদিন আগে লালচকে নিজের দফতরের কাছেই গুলিবিদ্ধ হয়ে মুত্যু হয় বুখারির। গুলিতে ঝাঁঝরা হয়ে যান তাঁর দুই দেহরক্ষীও। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে উপতক্যায় সাংবাদিকরা নিহত বা আক্রান্ত হচ্ছেন তাতে খর্ব হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা।

Leave A Reply

Your email address will not be published.