রাম মন্দিরের হাই ভোল্টেজ ভূমিপুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি ছিলেন তিনিও। বৃহস্পতিবার খবর এল, করোনা সংক্রমিত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস। ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি। এই দুজন ছাড়া মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও আরএসএস প্রধান মোহন ভাগবত।
জানা গিয়েছে বর্তমানে নৃত্যগোপাল দাস রয়েছেন মথুরায়। শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ট্রাস্টের প্রধানের চিকিৎসা নিয়ে মথুরার জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো পর্বে বেশ কয়েকজন সেবায়েত এবং পুলিশকর্মী সংক্রমিত হয়েছিলেন আগেই। এবার করোনা সংক্রমণ ধরা পড়ল রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের।