তিনিই পূর্ণ সময়ের সভাপতি, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়ে দিলেন সোনিয়া

কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা এতদিন অভিযোগ করে আসছিলেন কংগ্রেসে কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী জানান, আমিই দলের পূর্ণ সময়ের সভাপতি। 

দীর্ঘ দিন ধরেই কংগ্রেসের জি-২৩ তথা বিদ্রোহী নেতারা দাবি করেছিলেন ওয়ার্কিং কমিটির বৈঠকের। আর সেই দাবি মেনেই ওয়ার্কিং কমিটির বৈঠকে জানিয়ে দিলেন দলের সভাপতি তিনিই। 

প্রসঙ্গত কয়েকদিন আগেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেছিলেন, কংগ্রেসের কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীকে বার্তা দিতেই এই সিদ্ধান্ত বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর। 

দলের মধ্যে ঐক্য নিয়েও এদিন মুখ খোলেন সোনিয়া গান্ধী। বলেন, সকলেই কংগ্রেসের প্রত্যাবর্তন চায়। তার জন্য, প্রয়োজন দলগত ঐক্য। দলের প্রয়োজনকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। 

এদিন বিক্ষুব্ধ গোষ্ঠীকেও নাম না করে খোঁচা দেন সোনিয়া। বলেন, তাঁর সঙ্গে কথা বলার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করার প্রয়োজন নেই। সরাসরি তাঁর সঙ্গে কথা বললেই হবে। 

সামনেই পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট।  এদিন এ নিয়েও কথা বলেন তিনি। সোনিয়া বলেন, কিছুদিন আগে থেকেই দল বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করেছে। এই আবহে আমরা যদি এক হয়ে থাকি, এবং শৃঙ্খলা মেনে দলের প্রয়োজনকে গুরুত্ব দি, তাহলে কংগ্রেস ভালো ফল করবেই, এ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। 

Comments are closed.