বাবুল সুপ্রিয়র ইস্তফা মঞ্জুর করলেন অধ্যক্ষ ওম বিড়লা 

অবশেষে বাবুল সুপ্রিয়র ইস্তফা গ্রহণ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আসানসোলের সাংসদ পদে বাবুলের ইস্তফায় সিলমোহর দিয়েছেন অধ্যক্ষ। গত ১৯ অক্টোবর স্পিকারের বাসভবনে গিয়ে ইস্তফা জমা দিয়েছিলেন বাবুল।

তৃণমূলে যোগ দানের সময়ই বাবুল জানিয়েছিলেন, আসানসোলের সাংসদ পদ ছেড়ে তিনি তৃণমূলে যাবেন। সেই মতো ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগদানের পরই স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান বাবুল। যদিও বাবুলের অভিযোগ, স্পিকারের দফতর থেকে তাঁকে সময় দেওয়া হচ্ছিল না। এদিকে বাবুল কেন সাংসদ পদ ছাড়ছেন না, তা নিয়ে কটাক্ষ করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। অবশেষে ১৯ অক্টোবর দিল্লিতে স্পিকারের বাসভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দেন বাবুল। 

উল্লেখ্য, তৃণমূলে যোগদানের পর বর্তমানে গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাবুলকে। ২৮ অক্টোবর তৃণমূল নেত্রীর গোয়া সফরের আগে সেখানে গিয়েছেন বাবুল সুপ্রিয়, সৌগত রায়রা। 

মমতা ব্যানার্জির ফ্লেক্স ছেঁড়া, গোয়ার বর্তমান সরকারের দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার গোয়ার রাজ্যপালের দ্বারস্থ হয় তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই দলেও ছিলেন বাবুল সুপ্রিয়। 

Comments are closed.