এক ধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি; মরশুমের প্রথম কালবৈশাখীতে ফিরল স্বস্তি 

মরশুমের প্রথম কালবৈশাখী। আর তাতেই কিছুটা স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গবাসীর। এক ধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি। আগাম পূর্বাভাস অনুযায়ীই বৃহস্পতিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবারও পরিস্থিতি একই থাকবে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। শুক্রবারের সকালের তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কিছুটা ঠান্ডাও অনুভূত হয়েছে। জানা গিয়েছে, এদিন রাতেও কলকাতা সহ আশেপাশের জেলায়গুলোতে ঝড় বৃষ্টি হবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মূলত বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে শীলা বৃষ্টিও হতে পারে বলে খবর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভবনা আছে। 

 

Comments are closed.