দিল্লিতে ও জম্মু কাশ্মীরে জঙ্গি হানার আশঙ্কা, জারি চূড়ান্ত সতর্কতা। 

দিল্লি ও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার চূড়ন্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সংবাদসংস্থা সূত্রে খবর, জৈশ-ই-মহম্মদ গোষ্ঠীর  ১২ জন আত্মঘাতী জঙ্গী পির-পাঞ্জাল পর্বতশ্রেণী পেরিয়ে জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে। এরপর পুরো দলটি তিন-চার ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে। শনিবার রমজানের মাসের ১৭ তম দিন। রোজার উপবাস রাখছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই সময়টাতেই হামলার ছক কষেছে জঙ্গিরা। সংবাদসংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, রমজানের ১৭ তম দিনটিকে সম্ভাব্য হামলার জন্য বেছে নিয়েছে জঙ্গিরা। নিরাপত্তাবাহিনী এই সতর্কতা জারি করার পরেই দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বড় বড় শপিং মলগুলিতে চালানো  হচ্ছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছে তিনটি বিস্ফোরক ভর্তি ব্যাগ। গত বছরেও এই দিনে কাশ্মীরে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

Leave A Reply

Your email address will not be published.